আলুওয়ালিয়ার ইচ্ছায়, পানাগড়ে করোনা প্রকোপ থেকে মক্তির জন্য যজ্ঞ করল বিজেপি

জয়দেব লাহা, দুর্গাপুর: বিশ্বজুড়ে করোনার কামড়। গত ৮ মাস ধরে জর্জরিত ভারতসহ গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে করোনার সংক্রামণ। শীতকালে করোনার আরও ভয়াবহ সংক্রামকের আশঙ্কার ইঙ্গিত দিয়েছে বিশেষজ্ঞরা। রাসপুর্ণিমায় করোনার প্রকোপ থেকে মুক্তির প্রার্থনায় পানাগড়ে যজ্ঞ করল বিজেপি। বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ইচ্ছায় হয় ওই যজ্ঞ। এদিন পানাগড় দার্জিলিং মোড়ে একটি আশ্রমে যজ্ঞ হয়।
যজ্ঞের পর প্রসাদ বিতরন করা হয়। প্রসাদে ছিল লুচি, তরকারির সঙ্গে পায়েস। প্রায় শ’পাঁচেক লোক প্রসাদ গ্রহন করেন। বিজেপির পুর্ব বর্ধমান জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন,” করোনার দাপট গোটা বিশ্বজুড়ে। রোগ নিরাময়ের এখনও কোন ভ্যাকসিন কিম্বা ঔষধ আসেনি। তারমধ্যে সতর্ক, সচেতন থাকা ছাড়া উপায় নেই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা। তাই রাসপূর্ণিমার দিন এই যজ্ঞ। এলাকায় শান্তির সঙ্গে করোনার প্রকোপ থেকে রক্ষা করার প্রার্থনা। আমাদের প্রিয় সাংসদের ইচ্ছাতেই এই যজ্ঞ করা হল।”