বেলদায় সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত চালক

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: বেলদায় ৬০ নং জাতীয় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল চালকের।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত শ্যামপুরার কাছে। খড়্গপুর থেকে ওড়িশা যাওয়ার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি চিপ বোঝাই লরির পেছনে দ্রুতগতিতে আসা একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে সজোরে ধাক্কা মারলে, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় কন্টেনারের চালকের।
আরও পড়ুন:মন্দিরের মূল অংশ ভেঙে মসজিদ! শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলার শুনানি শুরু আজ থেকে
স্থানীয় এক বাসিন্দা বলেন- “একটি চিপ বোঝাই লরি রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি কন্টেনার খুব গতি বেগে এসে ব্রেক করতে না পেরে, খুব জোরেই লরিটির পেছনে ধাক্কা মারে। বিকট শব্দে আমরা ছুটে এসে দেখি কন্টেনারটি লরির পেছনে একেবারে সেঁটে গিয়েছে। চালকের আসনের দিকটি পুরো রক্তে ভেসে যাচ্ছিল। আমরা তৎক্ষণাৎ বেলদা থানায় খবর দিই। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ এসে উপস্থিত হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কন্টেনারের আটকে থাকা খালাসি সহ আরেক জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে বেলদা থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ কন্টেনার ও লরিটিকে সরিয়ে রাস্তা খালি করে দেন।