fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

বেলুড় মঠে করোনায় আক্রান্ত ৬৯, মঠের মধ্যেই কোয়ারেন্টাইন সেন্টার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বেলুড় মঠে করোনা আক্রান্ত প্রায় ৬৯জন। করোনায় মৃত্যু হয়েছে ৩জন মহারাজের। মঠের মধ্যেই গড়ে তোলা হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার। আক্রান্তদের মধ্যে ৫৪ জন সন্ন্যাসী এবং ১৫ জন কর্মচারী রয়েছেন।

মঠ সূত্রে খবর, একসঙ্গে এতজন সন্ন্যাসী ও কর্মীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগে বেলুড় মঠ কর্তৃপক্ষ। আর এই কারণেই রামকৃষ্ণ মঠ ও মিশনের হেড কোয়ার্টার বেলুড় মঠে তৈরি হতে চলেছে তিন তলা একটি কোয়ারেন্টাইন সেন্টার। এই কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করতে খরচ হচ্ছে ৮০ লক্ষ টাকা।

করোনার বিষয়ে ইতোমধ্যে পজিশন পেপার প্রকাশ করেছে মঠ কর্তৃপক্ষ। সেখানে উল্লেখ করা হয়েছে, করোনা মোকাবিলায় মঠের অন্দরে কী কী পদক্ষেপ করা হয়েছে।

মঠের তরফে জানানো হয়েছে, মঠের ভিতরে করোনা রুখতে ইলেকট্রনের তরঙ্গ প্রবাহিত করা হবে।  মঠের করোনা আক্রান্তদের জন্যে কেনা হয়েছে একটি নতুন অ্যাম্বুল্যান্সও। ইতিমধ্যেই বেলুড় মঠের মোট ৬৭৫ জন বাসিন্দার করোনা পরীক্ষা করা হয়েছে। মোট খরচ হয়েছে ১৬.৫ লক্ষ টাকা। আর তাতেই ধরা পড়েছে, মঠের মোট ৫৪ জন সন্ন্যাসী এবং ১৫ জন কর্মচারী করোনা পজিটিভ।

Related Articles

Back to top button
Close