যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা মোট ৮। এই মুহূ্র্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৬৩। সাংবাদিক সম্মেলনে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১১০। এই মূহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,১৭৩ জন, যাদের মধ্যে ১,৩৬৩ এখনও চিকিৎসাধীন রয়েছে। কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছাড়া পেয়েছেন ২১,০২২ জন। রাজ্যে হোম কোয়ারেন্টাইনে আছে এখনও ২৪,২৯৬ জন। যদিও কমবেশী ৬৮ হাজার মানুষকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া হয়েছে। রাজ্যে মোট ৫২ হাজার ৬২২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রসচিব। আলাপন বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ২৮ শতাংশ।’
আরও পড়ুন: প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ তোপদারের গাড়িতে হামলা, ভাঙচুর, উত্তেজনা
দেশের বড় দশটি রাজ্যের মধ্যে তুলনামূলকভাবে বাংলার পরিস্থিতি এখনও ভাল। সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাই মারণ ভাইরাসের সংক্রমণকে ভয় না পেয়ে এই পরিস্থিতিতেও রাজ্যবাসীকে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আজ আন্তর্জাতিক নার্স দিবসে নার্সদের কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,’সমস্ত স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতেই হবে। নতুন স্বাস্থ্যসচিবের সেই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। নার্স, চিকিত্সক স্বাস্থ্যকর্মীরা আমাদের গর্ব।’