লক্ষ্য কর্মসংস্থান, বাংলায় শিল্প সম্মেলনের উদ্যোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একুশের নির্বাচনের আগে শিল্প, কর্ম সংস্থানকে মূল এজেন্ডা করতে চলেছে রাজ্য বিজেপি। শুক্রবার লক্ষ্মীপুজোর দিনে সেই প্রচারের ঢাকে কাঠি দিল বিজেপি। ইজেডসিসি-তে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতাদের ঘোষণা, ডিসেম্বর-জানুয়ারিতে বাংলায় বসবে শিল্প সম্মেলনের আসর- কাউন্টার বিজনেস ইন্টারন্যাশনাল সামিট। ভার্চুয়াল হবে কিনা সেই সিদ্ধান্ত কোভিড পরিস্থিতি দেখে নেওয়া হবে।
হিন্দুত্বের আবেগের রাজনীতির পাশাপাশি বাস্তব ইস্যুভিত্তিক দিকগুলোতেও নজর দিয়েছে গেরুয়া শিবির। বিশেষ করে বাংলার শিক্ষিত যুবক-যুবতীরা চাইছেন একটা ভালো চাকরি। এবার তাই ‘চাকরি’র দাবি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন নয়, বরং রীতিমতো শিল্প সম্মেলনের ডাক দিল বিজেপি নেতৃত্ব।
ইজেডসিসি-তে সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন,’বাংলায় ইতিবাচক রাজনীতি করতে চায় বিজেপি। এখানে যুবকদের চাই কর্মসংস্থান।’ কিন্তু শিল্পের জন্য জমি চাই। বিজেপি তো রাজ্যের ক্ষমতায় নেই, তাহলে কীভাবে জমির সংস্থান হবে? স্বপনবাবু বলেন,”জমি দেওয়ার প্রশ্নে কোনও ভাবনা নেই। আমরা চাইব, পশ্চিমবঙ্গের অজস্র বন্ধ কারখানার জমিতে হোক শিল্প। পরিত্যক্ত জমিতে শিল্প করে তৈরি করব। সিঙ্গুরের বিষয়টি দেখছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।”
ক্ষমতায় আসার পর থেকে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধী দল শিল্প সম্মেলন করছে এমনটা বেনজির! বিজেপি হাঁটছে সেই পথে। এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া, সঙ্ঘ ঘনিষ্ঠ রন্তিদেব সেনগুপ্ত প্রমুখ ছিলেন। সূত্রের খবর, শিল্প সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা থাকবেন। একুশের লড়াইয়ে শুধু ‘ রাম’ নয়, রুটি রুজির প্রশ্নেও ভরসাস্থল হয়ে উঠতে চাইছে বিজেপি।