কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন
দেশ বিরোধী কার্যকলাপের জন্য অবিলম্বে ঋষি বাগড়িকে গ্রেফতারের দাবি প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশ বিরোধী কার্যকলাপের জন্য শেক্সপিয়ার থানায় ঋষি বাগড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক রোহন মিত্রের নেতৃত্বে এক প্রতিনিধি দল শেক্সপিয়ার থানায় অভিযোগ জানায়। রোহন মিত্র জানান যে ভাষায় সোনিয়া গান্ধীকে আক্রমণ করেছে বাগড়ি তা সম্পূর্ণ দেশবিরোধী মন্তব্য। বাগড়ি সোশাল মিডিয়ায় নিজের ট্যুইট একাউন্টে লেখেন, ‘খালিস্তানি সন্ত্রাসবাদীরা যদি নরেন্দ্র মোদিকে মেরে ফেলে তার বেনিশিয়ারী পাবে সরাসরি সোনিয়া গান্ধী।’ সোশ্যাল মিডিয়ায় বাগড়ির এই ট্যুইট এর পরেই প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নেয় তারা অবিলম্বে এ বিষয়ে থানায় অভিযোগ জানাবে।