দেশপশ্চিমবঙ্গহেডলাইন
বাংলা আমার পরিবারের মতো, এই কঠিন সময়ে আমাদের শক্ত থাকতে হবে, কিং খান
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ঘুর্নিঝড় আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য গভীর সমবেদনা জানালেন বলিউড অভিনেতা শাহরুখ খান। শনিবার একটি টুইট করে তিনি বলেন, বাংলা ও ওড়িশার আমফান ক্ষতিগ্রস্তদের জন্য আমার গভীর সমবেদনা। ওখানে প্রত্যকেই আমার পরিবারের মতো প্রিয়। এই কঠিন সময়ে আমাদের শক্ত থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আমারা আবার একসঙ্গে হাসতে পারছি।
প্রসঙ্গত উল্লেখ্য আমফানের তান্ডবে বাংলায় ইতিমধ্যে প্রান হারিয়েছেন ৭৬ জন। ক্ষয়ক্ষতি উদ্ধারকাজে ইতিমধ্যেই নেমেছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড।