fbpx
কলকাতাগুরুত্বপূর্ণদেশহেডলাইন

বঙ্গ সফর বাতিল, আসছেন না অমিত শাহ

যুগশঙ্খ,  ওয়েব ডেস্ক: নভেম্বরে বঙ্গ সফরে রাজ্যে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে আপাতত আসছেন না তিনি। এমনটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। জানা গেছে, অমিত শাহের কিছু জরুরি কাজ পড়ে যাওয়ায় আপাতত সেই সফর স্থগিত থাকছে। তবে অমিত শাহ কবে আবার বঙ্গে আসবে, সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।

নভেম্বরে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের সাক্ষাতের সম্ভাবনা ছিল। তবে আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে।

আগামী ৫ নভেম্বর পূর্বাঞ্চল পরিষদের বৈঠক উপলক্ষে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সেখানে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওডিশার অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সেই বৈঠকেই উপস্থিত থাকার কথা ছিল দেশের পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের। নবান্নেই এই বৈঠক হওয়ার কথা ছিল বলে প্রশাসনিক সূত্রে খবর। ফলে আলাদা করে সাক্ষাতেরও সম্ভাবনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহের।

Related Articles

Back to top button
Close