fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক ভয়ানক ঘুর্নিঝড়। যার নাম দেওয়া হয়েছে আমফান। ৩ মে নাগাদ এই ঘুর্নিঝড় তীব্র গতিতে আছড়ে পড়তে পারে বলে খবর। প্রাক বর্ষা মরশুম শুরু হতে না হতেই সাগরে ফুঁসতে শুরু করেছে ঘূর্ণিঝড়। এই ঝড়ের নাম ‘আম্ফান’। এই ঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড। ভারত মহাসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়। সেই কারণে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: হাসিনাকে মোদির ফোন, করোনা সঙ্কটে একসঙ্গে কাজ করার অঙ্গীকার

ঘুর্নিঝড় তার পরবর্তী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে বলে খবর। তবে এই ঝড়ের গতিপথ যা, তাতে মনে করা হচ্ছে এটি আছড়ে পড়বে মায়ানমারের উপকূল অঞ্চলে।  ঝড়ের সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর দিয়ে এই ঝড়ে মায়ানমার অথবা বাংলাদেশের দিকে চলে যেতে পারে। এই ঝড়ের কারণে নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি এলাকায় ২ মে এবং আরও বেশ কয়েকটি এলাকায় ১ ও ৩ মে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।

 

Related Articles

Back to top button
Close