অগ্রহায়ণ পড়তেই উধাও শীতের আমেজ, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কার্তিক সংক্রান্তি কাটতেই উধাও শীতের আমেজ। সকাল থেকে মেঘলা আকাশ। শীত পড়বে পড়বে করেও পড়ছে না রাজ্যে। দেশের একাধিক রাজ্যে হচ্ছে তুষারপাত অথচ দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সেইরকম শীত নেই। তবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। পারদ দ্রুত নামতে পারে নদীয়া , মুর্শিদাবাদ , বীরভূম , বাঁকুড়া , পূর্ব পশ্চিম বর্ধমান জেলায়।
কালীপুজো, ভাইফোঁটা কাটতেই তাপমাত্রার পারদ ফের চড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আজ শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ছিল। এর কারণ মেঘলা আহাশ। হাওয়া অফিস জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশের কারণেই তাপমাত্রা বেশি থাকবে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: শুভেন্দুর মুখোমুখি তৃণমূল সাংসদ, বৈঠকে নিশানায় অভিষেক, প্রশান্ত কিশোর
বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ফের তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে উত্তরভারতে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখে তুষারপাত চলছে। সাদা বরফের চাদরে ঢেকেছে কেদারনাথ, বদ্রীনাথ, জম্মু ও কাশ্মীর।