fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণদেশহেডলাইন

জয় হল শান্তির? আর নয় কোনও সংঘর্ষ, একমত চিন-ভারত!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ প্রত্যাশা মতোই মঙ্গলবার আলোচনায় বসেছিল চিন ও ভারতের সেনাবাহিনী। বর্তমানে লাদাখ সীমান্ত ভারত-চিন সংঘর্ষে উত্তপ্ত। এহেন অবস্থায় দাঁড়িয়ে লাদাখের অবস্থা খতিয়ে দেখতে দু’দিনের সফরে গিয়েছেন সেনাপ্রধান এম.এম নারভানে। আজই লেহ লাদাখের উদ্দেশ্যে রওনা দেন সেনাপ্রধান। সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সূত্রের খবর, দুই তরফের সেনাকর্তারাই একমত হয়েছেন যে, ভবিষ্যতে সংঘর্ষ এড়িয়ে চলবেন। গালওয়ান উপত্যকা এবং আরও যে সব এলাকায় সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বিতর্ক রয়েছে, সেখানে কীভাবে সংঘর্ষ এড়ানো যায়, তা নিয়ে উভয় তরফে কথা হয়েছে। দুই দেশের সেনাকর্তারাই গঠনমূলক প্রস্তাব দিয়েছেন। ইতিবাচক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আগামী দিনে উভয় পক্ষই আলোচনায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত করবে।

 

আরও পড়ুনঃ বিহার সীমান্তে ফের উত্তেজনা, বন্যা প্রতিরোধের কাজে বাধা নেপালের, জরুরি বৈঠকে নীতিশ কুমার

দেশের অবস্থা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরেছেন তিনি। এরপরেই লাদাখ সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন সেনাপ্রধান। দেশের সুরক্ষায় সীমান্তের নজরদারি বাড়ানোর পাশাপাশি ১৪ কর্পস কমান্ডারদের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে তার।

 

আরও পড়ুনঃ হজযাত্রা! এবছর কোনও ভারতীয়কে সৌদি আরবে পাঠানো হবে না, জানাল কেন্দ্র

Related Articles

Back to top button
Close