ব্রাউন সুগার সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ

কৃষ্ণা দাস, শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করল আড়াইশ গ্রাম ব্রাউন সুগার। ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেফতার করা হল ৪ দুষ্কৃতীকে।
পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, শিলিগুড়ির প্রকাশ নগর এলাকায় চার যুবক দুটি মোটর সাইকেলে করে এসে ব্রাউন সুগার নিয়ে খদ্দেরের জন্য অপেক্ষা করছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে চার যুবককে পাকড়াও করে পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় আড়াইশ গ্রাম ব্রাউন সুগার। ধৃতদের নাম সনজিৎ রাউত,অঙ্কিত শর্মা,মোহাম্মদ সিরাজ এবং তন্ময় ঘোষ।
[আরও পড়ুন- তৃণমূলের পার্টি অফিস বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রাক্তন সভাপতির বিরুদ্ধে]
ব্রাউন সুগার সহ দুটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মুল্য প্রায় দুই লক্ষ টাকা। অভিযুক্তদের মধ্যে তন্ময় ঘোষ এর বাড়ি দুর্গাপুর হলেও সে শিলিগুড়িতে ভাড়া থাকতো। অভিযুক্তদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ধৃতরা কোথা থেকে ব্রাউন সুগার সংগ্রহ করেছিল ও ব্রাউন সুগার পাচারের মূল মাথার খোঁজ পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে পৌঁছাতে চাইছে ভক্তিনগর থানার পুলিশ।