ভাঙড়ের কুখ্যাত দুষ্কৃতীকে মাদক সহ গ্রেফতার

ফিরোজ আহমেদ, নিউটাউন: ভাঙড় এলাকার কুখ্যাত দুষ্কৃতীকে মাদক সহ গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম কানু গাজি (৪৫) ভাঙড়ের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে নিউটাউন সহ পার্শ্ববর্তী থানায় একাধিক অভিযোগ আছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার গভীর রাতে নিউটাউন থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় নিউটাউন থাকদারি লোহা পুলের কাছে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন ব্যা ক্তিকে আটক করে। তাকে তল্লাশি করতেই একটি জারের মধ্যে আড়াই লিটার কোডাইন মিক্সার উদ্ধার হয়। এই মাদক সহ তাঁকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।
আরও পড়ুন: নমাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিউটাউন সহ সল্টলেকে কয়েকটি চুরি কেসে এই ব্যা ক্তি যুক্ত।এছাড়া ভাঙড়ে বোমাবাজি সহ লেদার কম্পলেক্স থানা এলাকায় চুরির ঘটনায় সে একাধিকবার গ্রেফতার হয়েছিল। তদন্তকারীদের অনুমান সে একাই ভাবে নিউটাউন এলাকায় একাধিক চুরির ঘটনায় যুক্ত থাকতে পারে। অভিযুক্তকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। এর পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও যুক্ত এই দুষ্কৃতী। এদিন সে মাদক পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়।