fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

হাবরা সমবায় ব্যাংকের দুর্নীতি সামনে আনতে ভারতীয় জনতা পার্টির বাইক মিছিল

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: হাবরা ব্যাংকের দুর্নীতি মানুষের সামনে তুলে ধরবার জন্য ভারতীয় জনতা পার্টি বাইক মিছিল।তাই মানুষের দ্বারে দ্বারে এই বার্তা পৌঁছে দেবে হাবরা বিজেপি নেতা কর্মীরা, হাবরা সমবায় ব্যাংকের দুর্নীতি পেছনে তৃণমূল নেতা থেকে মন্ত্রী জড়িয়ে আছে। তাই মানুষের কাছে বিজেপির আবেদন থাকবে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ‘অরাজকতা সরকার, চোর সরকারকে’ তাড়িয়ে দিক এবং হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে যোগ্য জবাব দেবে তাই আজ হাবরা চৌংদা মোড় থেকে হাবরা শহর ঘুরে অশোকনগর বিল্ডিং মোড় পর্যন্ত এই মিছিল যায়।

আরও পড়ুন: সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে বর্ধমানে জাতীয় সড়ক আবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের

এই মিছিলের শেষে তারা বলেন, ‘এই সরকার দুর্নীতিগ্রস্তে জড়িয়ে পড়েছে নিচতলা থেকে উপর তলা পর্যন্ত দুর্নীতিগ্রস্তে জর্জরিত। অবিলম্বে এই দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করুক। আমরা আছি মানুষের পাশে আর হতে দেব না অন্যায়’।

Related Articles

Back to top button
Close