fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

যুদ্ধে ভর্তুকি নয়, রাশিয়া থেকে তেল, গ্যাস, কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা বাইডেন সরকারের

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ এবার রাশিয়া থেকে তেল, গ্যাস, কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল বাইডেন সরকার।মঙ্গলবার রাতে এই কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন ‘আমরা পুতিনের যুদ্ধে ভর্তুকি দেব না। ’ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানি তেল ব্যবহার বন্ধ করে দিতে চায় এ বছরের মধ্যে। এজন্য সংশ্লিষ্ট খাতগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন দেশের বাণিজ্য ও জ্বালানি মন্ত্রী। এছাড়া রাশিয়া থেকে গ্যাস আমদানি দুই-তৃতীয়াংশ কমিয়ে আনতে চায় ইইউ। বর্তমানে ইইউর গ্যাসের  চাহিদার ৪০ শতাংশ আসে রাশিয়া থেকে।  যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি কম্পানি শেল (আরডিএসএ) আজ মঙ্গলবার রাশিয়ার সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছেদ করার কথা ঘোষণা করেছে। তারা অবিলম্বে রাশিয়ার অপরিশোধিত তেল কেনাকাটা ও সে দেশে তার স্টেশনগুলো বন্ধ করে দেবে।

গত সপ্তাহে শেলের হ্রাসকৃত দামে রাশিয়ার তেল কেনার সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়ে। কোম্পানির প্রধান ভ্যান বিউর্ডেন রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়ে আজ বলেছেন, ‘গত সপ্তাহে আমরা রাশিয়ার তেল কেনার যে সিদ্ধান্ত নিয়েছি, তা ছিল ভুল।

 

 

 

 

 

 

Related Articles

Back to top button
Close