বড়সড় ভাঙন, নীতীশের জেডিইউ দলের ৬ বিধায়কের ৫ জনই যোগ দিলেন বিজেপিতে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কয়েকদিন আগে অষ্টমবারের জন্য বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নীতীশ কুমার ২০২০ সালে বিহার বিধানসভার নির্বাচনে তাঁর দল বিজেপির (BJP) থেকে কম আসনে জয় পায়। কিন্তু শুধুমাত্র চাপের কারণে তিনি মুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছিলেন। বিগত কয়েকদিন ধরে বিহারের রাজ্য-রাজনীতি নীতীশ কুমারকে নিয়ে সরগরম। বিজেপির বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন নীতীশ। এবার বড়সড় ভাঙনের মুখে পড়ল নীতীশ কুমারের জনত দল ইউনাইটেড। জেডিইউ ছয় বিধায়কের পাঁচজনই শুক্রবার বিজেপিতে যোগ দিয়েছেন।
চলতি বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে মণিপুর বিধানসভার ৩৮টি আসনের মধ্যে ছয়টিতে জয় পায় জেডিইউ। দলটি বিহারের পর মণিপুরেও বিজেপির সঙ্গ ছাড়তে পারে বলে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল।
বিজেপিতে যোগ দেওয়া বিধায়করা হলেন খুমুকচাম জয়কিসান সিং, নগুরসাংলুর সানাতে, মো. আছাব উদ্দিন, সাবেক ডিজিপি এলএম খাউতে ও থাংজাম অরুণকুমার।
মণিপুর বিধানসভার বিধায়কদের বিজেপিতে যাওয়া নিয়ে বাগ্যুদ্ধে জড়িয়েছেন জেডিইউ ও বিজেপি নেতারা। বিহার বিজেপির সংসদ সদস্য ও নীতীশ কুমারের দীর্ঘদিনের প্রাক্তন ডেপুটি সুশীল কুমার মোদী এক টুইট বার্তায় লিখেছেন, অরুণাচলের পর মণিপুরও জেডিইউমুক্ত। খুব শীঘই বিহারও জেডিইউমুক্ত করবেন লালুজি।