fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

BREAKING: সকল জল্পনার অবসান, অবশেষে মন্ত্রীত্বও ছাড়লেন শুভেন্দু অধিকারী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগেই শাসক দলে জোর ধাক্কা। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে এবার মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, জেড ক্যাটাগরি নিরাপত্তা ছেড়েছিলেন আগেই। স্রেফ পাইলট কারই নয়, শুক্রবার ছেড়ে দিলেন মন্ত্রিত্বও। এদিন তিনি চিঠি দিলেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে।

এদিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করেন। বলেন, ‘আজ ১ঃ০৫ নাগাদ শুভেন্দু অধিকারীর পদত্যাগ পত্র আমাকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’

সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন রাজ্যের সদ্য প্রাক্তন পরিবহণমন্ত্রী। উল্লেখ্য, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা ততই বাড়ছে। এরইমধ্যে বহস্পতিবার আবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বা HRBC চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান নন্দীগ্রামের বিধায়ক। ফলে জল্পনা বেড়ে যায় আরও কয়েকগুণ। এদিকে HRBC-এর নয়া চেয়ারম্যান হন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

 

Related Articles

Back to top button
Close