fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

দীপাবলিতে বড় উপহার ব্যাঙ্ক কর্মীদের, বাড়ছে বেতন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বেতন বাড়ছে ব্যাঙ্ক কর্মীদের। দীপাবলিতে ব্যাঙ্ককর্মীদের বেতন বাড়ছে। ১৫ শতাংশ বেতন বাড়ছে ব্যাঙ্ক কর্মীদের। ইন্ডিয়া ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ও আইবিএ ইউনিয়নের সঙ্গে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নদের একটি চুক্তি হয়।সেই চুক্তিতে অনুযায়ী ১৫ শতাংশ বেতন বাড়ছে ব্যাঙ্ক কর্মীদের। প্রায় সাড়ে আট লক্ষ ব্যাঙ্ক কর্মচারীর বেতন বাড়ছে।

আরও পড়ুন- আজই জেএনইউ-তে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে ভারতের ব্যাঙ্কগুলির শীর্ষ সংস্থা ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন(IBA)এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন(ইউবিএফইউ)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার  সময় আইবিএ-এর প্রধান সুনীল মেহতা জানিয়ে দিয়েছিলেন যে, “বেতন বৃদ্ধি ২০১৭ সালের ১ নভেম্বর থেকে লাগু হবে। চুক্তির আওতায় বেতনের ১৫ শতাংশ বৃদ্ধির  করা হচ্ছে।”

 

 

Related Articles

Back to top button
Close