বড়সড় পরিকল্পনা, বঠকে বসেছে জইশ-আইএসআই!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বৈঠকে বসেছে জংঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ ও আইএসআই। গোপন সূত্রে গোয়েন্দারা এমনটাই খবর পেয়েছে। ফের কী এই দেশে কোনও বড় সড় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে পাকিস্তান। সম্প্রতি বিশেষ সূত্রে ভারতীয় গোয়েন্দাদের কাছে এমন কিছু খবর এসেছে, যাতে এই আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে। দেশের গোয়েন্দা দফতর খবর পেয়েছে যে সম্প্রতি পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে বৈঠক করে জইশ-ই-মহম্মদের নেতা মৌলানা আবদুল রউফ আশগর এবং আইএসআই-এর দুই শীর্ষ অফিসার।
তবে ঠিক কী বিষয়ে আলোচনা করতে এরা জরুরি বৈঠকে বসেছিল তা জানার চেষ্টা করছেন ভারতীয় গোয়েন্দারা। গত ২০ অগাস্ট এই বৈঠক হয় বলে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মৌলানা আশগরের ভাই আম্মারও। পাকিস্তানের বালাকোয়ে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পরে একটি অডিয়ো রিলিজ করেছিল মৌলানা আম্মার। সেই অডিয়ো বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কড়া সমালোচনা করে সে।
আরও পড়ুন: দলাই লামার উপর নজরদারি চালানোর দায়ে ধৃত দুই, বাড়ল ধর্মগুরুর নিরাপত্তা
ভারতীয় বিমান বাহিনীর বীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান মুক্তি দেওয়ায় ইমরানের খানের সমালোচনা করে আম্মার। বালাকোটে জইশের তালিম-আল-কুরান