বিশ্বের সবচেয়ে বড় কোয়ারেন্টাইন সেন্টার এবার দিল্লিতে, ২২টি ফুটবল মাঠের সমান

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রায় ২২টি ফুটবল মাঠের সমান জায়গা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় কোয়ারেন্টাইন সেন্টার এবার দিল্লিতে। দক্ষিণ দিল্লির রাধাস্বামী আশ্রমে হয়েছে এই সেন্টার। ৪০০ জন চিকিৎসক এখানে রোজ দুটি শিফটে দায়িত্ব পালন করবেন। থাকবেন ৮০০ জন স্বাস্থ্য কর্মী। এখনও পর্যন্ত ১০ হাজার বেড পাতা হয়েছে। এক হাজার বেড-এর সামনে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। ৫০০ টি বেড আপতকালীন অবস্থার জন্য রাখা হয়েছে।
এই সেন্টারে প্রতিটি বেড তৈরি হয়েছে কার্ডবোর্ড দিয়ে। কারন গবেষকরা জানিয়েছেন, কার্ডবোর্ডের উপর করোনা ভাইরাস ২৪ ঘন্টার বেশি বেঁচে থাকতে পারে না। মেটাল, প্লাস্টিক বা কাঠের উপর এই প্রাণঘাতী ভাইরাস পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। তাই সেন্টারে কার্ডবোর্ডের বেড পাতা হয়েছে। প্রায়
পাঁচশোটি বেড নিয়ে এই মিনি হাসপাতাল তৈরি করা হয়েছে।
এই সেন্টারে রয়েছে ফ্যান, সিসিটিভি ক্যামেরা। পরিস্থিতি খারাপ হলে প্রায় তিন লাখ আক্রান্তকে এখানে রাখা যাবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিশেষজ্ঞরা জানিয়েছেন, জুলাইয়ের শেষে দেশের রাজধানীতে করোনায় আক্রান্তের সংখ্যার রেকর্ড হবে। তাই পরিস্থিতি মোকাবিলার জন্য উঠে পড়ে লেগেছে দিল্লির সরকার।