গুরুত্বপূর্ণদেশহেডলাইন
Bihar Election: নিজের সংখ্যা বাড়াচ্ছে NDA, হাসানপুরে পিছিয়ে তেজপ্রতাপ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রথম দিকে পিছিয়ে থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে বিহারে NDA জোট। NDA নিজের সংখ্যা বাড়াচ্ছেই। অন্যদিকে প্রথম দিকে এগিয়ে থাকার সময় মহাজোটের সমর্থকরা উৎসবে মেতে ওঠে। যদিও বিজেপি এগিয়ে যাওয়ার খবর সামনে আসার পর তাদের মুখে সামান্য হতাশার ছবি দেখা গেছে। ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠ ছাপিয়ে গেছে NDA।
যেমন,
- হাসানপুরে পিছিয়ে পড়লেন লালুপুত্র তেজপ্রতাপ, এগিয়ে গেল বিজেপি।
- কিষাণগঞ্জে এগিয়ে বিজেপি। এমআইএম পেয়েছে ১৮২৬ ভোট। কংগ্রেসের ভোট ৫,০০০-এর বেশি।
- দানাপুরে এগিয়ে বিজেপির আশা সিংহ। নালন্দায় এগিয়ে নীতীশ-মন্ত্রী শ্রবণ কুমার।
- বাঁকায় এগিয়ে বিজেপি, সিওয়ানে আরজেডি।
- দানাপুরে এগিয়ে বিজেপির আশা দেবী।
- গয়ায় এগিয়ে বিজেপির প্রেম কুমার
- পটনা সাহিব থেকে এগিয়ে বিজেপির নন্দকিশোর যাদব।
- দ্বারভাঙায় এগিয়ে বিজেপি।