বিজেপির ২৪ জন শীর্ষ নেতা করোনা আক্রান্ত, পুরো রাজ্যে লকডাউন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিহারে বাড়ল লকডাউনের মেয়াদ। লকডাউনের মেয়াদ বেড়েছে ৩১ জুলাই পর্যন্ত। সেইসঙ্গে ২৪ জন শীর্ষ বিজেপি নেতার করোনা পজিটিভ এসেছে নীতিশ কুমারের রাজ্যে। এই খবর প্রকাশ্যে আসার পরেই উদ্বিগ্ন হয়ে পড়েছে গেরুয়া শিবির। বিজেপির ৭৫ জন নেতার নমুনা পরীক্ষা করা হয়। এরপর ২৪ জন নেতার করোনা পজিটিভ আসে। সোমবার পাটনা মেডিক্যাল কলেজের এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বিহারের স্বরাষ্ট্রসচিবও করোনা পজিটিভ।
[আরও পড়ুন- বিকেল থেকেই সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করল কর্ণাটক সরকার]
নীতিশ কুমার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, এই লকডাউনে অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত সবকিছুকে ছাড় দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিহারে ১৭,৪২১ জন করোনা আক্রান্ত। এর মধ্যে সুস্থতার হার অনেকটাই বেশি। বিহারে ১৭,৪২১ জন করোনা আক্রান্তের মধ্যে ১২,৩৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেনন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের।