fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহের মধ্যেই ঘোষিত হল বিহারের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। শুক্রবার দুপুরে  নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। তিন দফায় ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা করা হবে ১০ নভেম্বর। ২৮ অক্টোবর প্রথম দফার ভোট গ্রহণ হবে। ৩ নভেম্বর দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে। এরপর মোট ৩ দফায় ভোটগ্রহণ হবে।

২৪৩ আসনের বিহার বিধানসভার ৩৮ টি আসন তপশিলি জাতির জন্য এবং ২ টি আসনের তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত।
জানা গিয়েছে যে, আগামী ২৯ নভেম্বর বিহারের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। এরমধ্যেই নতুন বিধানসভা গঠন করতে হবে। এর আগে ২০১৫ সালের ৩০ নভেম্বর বিধানসভা নির্বাচন হয়েছিল।বিহারের পরেই বিধানসভা নির্বাচন হবে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম, পদুচেরিতে। পশ্চিমবঙ্গেও বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২১ সালে।

[আরও পড়ুন- মানবদের জন্য আইন, দানবদের জন্য তৎক্ষণাত পদক্ষেপ নেওয়া হবে, যোগী আদিত্যনাথ]

এইবছর করোনা আবহে ভোটগ্রহণের সময়সীমা বাড়ানো  হয়েছে। ভোটগ্রহনের সময়সীমা এক ঘণ্টা করে বাড়ানো হয়েছে। সকাল ৭ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। করোনা আক্রান্তরাও দিনের শেষ এক ঘণ্টায় ভোট দিতে পারবেন।

নির্বাচনী প্রচারের ক্ষেত্রেও নিয়ম বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে যে, মনোনয়ন জমা করতে হবে অনলাইনেই।  রোড শো’র অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু ছোট কনভয়ে দূরত্ব মেনে, রোড শো করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি ভোটের প্রচারের ক্ষেত্রে ৫ জনের বেশি যাওয়া যাবে না। পুরো নির্বাচন প্রক্রিয়ায় মাস্ক, গ্লাভস, থার্মাল স্ক্যানার এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।

 

Related Articles

Back to top button
Close