fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

বিহার-উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১৬

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিহার-উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১১৬। শুধুমাত্র বিহারেই মৃতের সংখ্যা ৯২ জন। আর উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪ জনের। এই দুই রাজ্যে আহতের সংখ্যা ৩২। বৃহস্পতিবার রাত পর্যন্ত বিহারে মৃতের সংখ্যা ছিল ৮৫। শুক্রবার সকালে সেটা বেড়ে হয় ৯২ জন। বিহারের গোপালগঞ্জ ছাড়াও মধুবনী ও নওয়াদা, ভাগলপুর ও সিওয়ানে, দ্বারভাঙা ও পূর্ব চম্পারণ জেলাতেও বাজ পরে অনেকের মৃত্যু হয়েছে।  বিহারের দ্বারভাঙায় মৃতদের মধ্যে তিন জন শিশুও রয়েছে বলে জানা গেছে। বাজ পড়ার জন্য প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর এবং চাষের জমিতেও। এরআগে ২০১৬ সালের জুন মাসে বিহারে বাজ পড়ে একদিনে কমপক্ষে ৫৭ জনের প্রাণ গিয়েছিল।

 

হাওয়া অফিস জানিয়েছে, রাজস্থান থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। যার জেরে উত্তর ভারতের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। গত বছর এই বিহারেই বাজ পড়ে একদিনে ৩২ জনের মৃত্যু হয়েছিল।

Related Articles

Back to top button
Close