fbpx
গুরুত্বপূর্ণদেশ

তেলেঙ্গানায় বাইক শো রুমে আগুন, ঝলসে মৃত ৮, ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ভয়াবহ আগুনে ঝলসে পুড়ে মৃত্যু হল তেলেঙ্গানার সেকেন্দ্রবাদে কর্মরত ৮ শ্রমিকের। এদের মধ্যে রয়েছে একজন মহিলা। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার একটি বাইক শো-রুমে। প্রাণ বাঁচাতে অনেকেই চারতলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয়।

সোমবার রাতে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে রাত ১০টায় আগুন লাগে এবং পাসপোর্ট অফিসের কাছে অবস্থিত একটি ভবনের চার তলার ওপরের একটি লজ ও একটি রেস্তরাঁয় ছড়িয়ে পড়ে। হোটেলের কর্মীরা এবং অতিথিরা আগুন এবং ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের কর্মীরা। পুলিশ বলেছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে বৈদ্যুতিক স্কুটারগুলি নিচতলায় চার্জ করা হচ্ছিল, যার ফলে শর্ট সার্কিট বা আগুন লেগে থাকতে পারে। প্রায় ২৪ জন লোক ভিতরে আটকা পড়েছিল যার মধ্যে ৮ মারা গিয়েছে এবং অন্যদের উদ্ধার করা হয়েছে। আহতদের বেশিরভাগ অন্য রাজ্যের বাসিন্দা।

হায়দ্রাবাদের কমিশনার সিভি আনন্দ জানিয়েছেন, “সেকেন্দ্রাবাদের একটি হোটেলে আগুন লাগার পরে ছয়জন মারা গিয়েছে। নিচতলায় একটি বৈদ্যুতিক স্কুটার রিচার্জিং ইউনিটে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। বাকিরা বিল্ডিং লাফ দিয়ে নিচে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছায়।” তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলী বলেছেন, “নিচতলায় শোরুমে আগুন লাগার পর ভবনের ওপরের তলায় থাকা লজটিতে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেডের দলগুলি লজ থেকে লোকজনকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে কয়েজজন মারা গিয়েছেন।”

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি।

 

 

 

Related Articles

Back to top button
Close