fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

মতুয়াদের উদ্যোগে দুর্গা রূপে পূজিত হচ্ছেন সংঘের বড়মা

রুদ্র নারায়ন রায়, বনগাঁ: মতুয়াদের উদ্যোগে দুর্গা রূপে পূজিত হচ্ছেন মতুয়াদের বড়মা বীণাপাণি ঠাকুর। বড়মা বীণাপাণি ঠাকুরের ১০২ তম জন্মদিন উদযাপনের পাশাপাশি তাকে দুর্গার আরেক রূপ মনে করে পুজো করার উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা বাগদা ব্লক মতুয়া মহাসঙ্ঘের ভক্তরা।

আরও পড়ুন: পুজোয় সংক্রমণ রুখতে রাজ্যের ছোটো, বড় সমস্ত পুজো প্যান্ডেলই ‘NO ENTRY’ বাফার জোন, জানাল হাইকোর্ট

জানা গিয়েছে, বীণাপাণি দেবী অষ্টমীর দিন জন্মগ্রহণ করায় তাকে দেবী দুর্গার অংশ মনে করেন মতুয়া ভক্তরা।  এদিন হেলেঞ্চা বাজার সংলগ্ন হরিচাঁদ গুরুচাঁদ মন্দির এ পুজোর সূচনা হয়। মা দুর্গার পাশাপাশি বড়মার ছবি বসিয়ে, ঘট স্থাপন করে চলে পুজো। পূজকে কেন্দ্র করে প্রায় শতাধিক ভক্ত সমাগম ঘটে। কাশর, ডঙ্কা বাজিয়ে রীতিমতো উৎসবে মেতে ওঠেন মতুয়া ভক্তরা।  এই পুজো দেখতে পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজন ভিড় জমিয়েছেন এলাকায়।

Related Articles

Back to top button
Close