রাজ্যব্যাপী ‘২৩ জানুয়ারি’ পালনের সিদ্ধান্ত অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৩ জানুয়ারি অন্যতম দেশনায়ক তথা বাঙালির গর্ব নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। আগামী বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস। তাই ২০২১ সালে নেতাজির ১২৫ তম জন্মদিবস উপলক্ষে রাজ্যব্যাপী সারা বছর কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া লিগাল এড ফোরাম। ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায় শুক্রবার এ কথা জানান। তিনি বলেন, ‘২১ সালের গোড়া থেকেই আমরা বিভিন্ন জায়গায় কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে অনুষ্ঠান করবে অল ইন্ডিয়া লিগাল এড ফোরাম। সারাবছর পশ্চিমবাংলার প্রায় কমবেশি পঞ্চাশটা জনসভা হবে।’ সেই সঙ্গে অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের তরফ থেকে নাগরিকদের কাছে আবেদন জানিয়েছেন প্রত্যেক এলাকাতে নেতাজি আবক্ষ মূর্তি স্থাপন করতে হবে। তিনি আরও বলেন, ‘আগামী ২৩ শে জানুয়ারি নেতাজির অন্তর্ধান সংক্রান্ত বিষয় নিয়ে কেজিবির কিছু গোপন ফাইল জনসমক্ষে আনা হবে। সেখানে নেতাজির অন্তর্ধান ও শেষ পরিণতি নিয়ে অপ্রকাশিত কিছু তথ্য প্রকাশ করার হবে।আমার দীর্ঘদিনের দাবি ২৩ জানুয়ারিকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষনা করতে হবে। এ ছাড়াও নেতাজি সংক্রান্ত গেজেট প্রকাশ করতে হবে।’রাজ্যব্যাপী ‘২৩ জানুয়ারি’ পালন অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের