fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিষ্ণুপুরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, থানা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, বারুইপুর: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের বিবিরহাটে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষ্ণুপুর থানার সামনে মূল কর্মী-সমর্থকরা এসে অবস্থান-বিক্ষোভ করেন। পাশাপাশি ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। তৃণমূল কর্মীদের অভিযোগ, বুধবার আমতলা দু নম্বর ষষ্ঠীতলায় আই এনটিটিইউসির একটি সভা ছিল। আর সেই সভাতে যুব বনাম মূল তৃণমূলের ঝামেলা হয়। বিষ্ণুপুর থানার পুলিশ রাতেই মূল তৃণমূল কর্মীদের বাড়িতে হানা দিয়ে মোট ৫ জনকে আটক করে। পাশাপাশি পরিবারের লোকজনকে সকালে বিষ্ণুপুর থানায় ডাকা হয়।

তাঁদের অভিযোগ, দুপুর ২ টো বেজে গেলেও আটকদের থানা ছাড়া হয় নি। তখনই মূল তৃণমূলের কর্মী-সমর্থকরা থানার সামনে এসে ভিড় করেন। জাতীয় সড়ক অবরোধ ও থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। আটকদের পরিবার সূত্রে জানা গেছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের কোর্টে তোলা হবে বলে তাঁরা জানতে পেরেছেন। আদৌ তাঁরা সেই দোষে দোষী নয়। তাঁরা শুধু আই এন টি টি ইউ সির সভায় গিয়েছিলেন। তাতেই এই ঘটনার শিকার হতে হয়েছে তাঁদের।

Related Articles

Back to top button
Close