যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কেরলে সন্ন্যাসিনী ধর্শনকাণ্ডে নয়া মোড়…অভিযুক্ত বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালের জামিন মঞ্জুর করল কোর্ট।
জানা গিয়েছে, আগামী মামলার শুনানির তারিখে তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত দায়রা আদালত ১৩ জুলাই বিশপের কাছে বিচারের অনুপস্থিতের কারণে জামিন বাতিল করে এবং তার বিরুদ্ধে জামিনযোগ্য ওয়ারেন্ট জারি করা হয়েছে।
শুক্রবার বিশপ মুলাক্কাল বিষয়টি বিবেচনা করার সময় আদালতে উপস্থিত ছিলেন। জামিন মঞ্জুর করে আদালত তাকে নির্দেশ দিয়েছেন যেন ১৩ আগস্ট তাকে অভিযোগপত্র না পাঠানো হয় এবং মামলার শুনানির তারিখে উপস্থিত হয়ে আদালত উপস্থিত থাকেন। আদালত তাকে নতুন জামিনত এবং জামিন বন্ডের প্রস্তাব দেওয়ারও নির্দেশনা দেয়। ১৩ই জুলাই বিশপ মুলাক্কালের পরামর্শে আদালতকে জানানো হয়েছিল যে একজন কোভিড -১৯ সংক্রামিত ব্যক্তির সাথে প্রাথমিক যোগাযোগের কারণে তিনি নিজেকে স্ব-অন্তরণ করে রেখেছিলেন তাই উপস্থিত হতে পারেননি। পরের দিন, প্রাক্তন জলন্ধর বিশপ করোনাভাইরাসটির জন্য ইতিবাচক পরীক্ষা করেছিলেন।
উল্লেখ্য, কেরলের এক কনভেন্টের সন্ন্যাসিনীর অভিযোগ, ২০১৪-র ৫ মে থেকে ২০১৬-র ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে তাঁকে একাধিক বার ধর্ষণ করেছিলেন ফাদার ফ্রাঙ্কো। তাঁকে ওই কনভেন্টে বন্দি করেও রাখা হয়। ওই সন্ন্যাসিনীর বক্তব্যের সমর্থনে মুখ খোলেন ওই কনভেন্টের আরও তিন সন্ন্যাসিনী। এই মামলার তদন্তে পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছিল।
কেরল হাইকোর্ট জানতে চেয়েছিল, অভিযুক্ত বিশপকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে কি না। কেরল পুলিশ তখন আদালতকে জানিয়েছিল, বন্যার জন্য তদন্তে কিছু সময় লাগছে। এর মধ্যেই অভিযোগকারিণীর ভাই জানান, মুখ বন্ধ রাখার জন্য এক বন্ধুর মাধ্যমে তাঁদের পাঁচ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন অভিযুক্ত বিশপ।