fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বসিরহাটকে সন্ত্রাসবাদীদের আখড়া বলে দাবি করেন বিশ্বপ্রিয় রায়চৌধুরী

পরিমল দে ,বসিরহাট: বিগত পঞ্চায়েত ভোটে রাজনৈতিক হিংসায় সংবাদের শিরোনামে উঠে আসে বসিরহাট মহকুমা সন্দেশখালি বিধানসভা।আর তাই বিধানসভা ভোট এগিয়ে আসতেই আর নয় অন্যায় ছোলো গানে নতুন করে আন্দোলনে নামতে চলেছে বিজেপি।আগামী কর্মসূচি নিয়ে মঙ্গলবার বসিরহাটে সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরীবলেন, “সন্ত্রাসের আঁতুড়ঘর বসিরহাট।এই এলাকায় সন্ত্রাসবাদীদের কাজে লাগিয়ে ভোট করে তৃণমূল কংগ্রেস।

আর তাই তৃণমূলের সেই চক্রান্তকে ভেঙে দিতে সাধারণ মানুষকে সচেতন করার কাজ শুরু করতে চলেছি আমরা গৃহ সম্পর্ক অভিযান এর মধ্যে দিয়ে”। তৃণমূল সরকারের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আগামী ৭ ডিসেম্বর উত্তরকন্যা অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। এদিন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা পার্টি অফিসে দেখা হয়েছিল সাংবাদিক সম্মেলন।সেই সঙ্গে বিজেপির জেলা কমিটির রদবদলও ঘটানো হয় এদিন।

Related Articles

Back to top button
Close