পশ্চিমবঙ্গহেডলাইন
আরামবাগের বিজেপি যুব মোর্চার সভাপতির দায়িত্ব পেলেন বিশ্বজিত ঘোষ

গোপাল রায়, আরামবাগ: আরামবাগ সাংগঠনিক বিজেপি যুব মোর্চার সভাপতির পুনরায় দায়িত্ব পেলেন বিজেপি নেতা বিশ্বজিত ঘোষ। এই দায়িত্ব পুনরায় পাওয়ার জন্য আরামবাগের সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ কে ধন্যবাদ জানান।
পাশাপাশি তিনি বলেন, আরামবাগে ২৬ টি মন্ডলের কর্মকর্তা দের সহযোগিতায় পেয়েছি। আর সহযোগিতা পেয়েছি রাজ্য নেতৃত্বের সৌমিত্র খা যেভাবে আমার উপড় আস্থা রেখেছেন সেই আস্থা রেখেই বিজেপির পার্টির জন্য আগামী ২১শের নির্বাচনে আবার লড়াই করে জিতবো। সেই লক্ষ্যেই আমরা আছি।