পশ্চিমবঙ্গহেডলাইন
কৃষ্ণনগরের পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াইয়ের স্থলাভিসিক্ত হলেন বিশ্বজিৎ ঘোষ

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: বদলি হলেন কৃষ্ণনগরের পুলিশ সুপার আই,পি,এস জাফর আজমল কিদোয়াই। কৃষ্ণনগর পুলিশ জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্বভার গ্ৰহন করলেন আই,পি,এস বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ বাবু ডি,সি,ই,বি কলকাতার দায়িত্বে ছিলেন। কৃষ্ণনগরের সাবেক পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই হাওড়া জেলার এস,আর,পি পদে আসীন হচ্ছেন।
আরও পড়ুন- ধর্ম নিয়ে বিবাদ করবেন না, বাংলা শান্তির জায়গা: নুসরাত জাহান
প্রসঙ্গত, বিগত লোকসভা নির্বাচনের পর নদীয়া জেলার প্রশাসনিক কাজের সুবিধার জন্য জেলাকে দুটি প্রশাসনিক ভাগে ভাগ করা হয়। কৃষ্ণনগর পুলিশ জেলা এবং রানাঘাট পুলিশ জেলা।