পশ্চিমবঙ্গহেডলাইন
উত্তরকন্যা অভিযানের সমর্থনে বিজেপির বাইক মিছিল ইসলামপুরে

দীপঙ্কর দে, ইসলামপুর: চলতি মাসের আগামী ৭ ডিসেম্বর উত্তরকন্যা অভিযানের সমর্থনে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি যুব মোর্চার পরিচালনায় বাইক মিছিল করা হয়। বিজেপি যুব মোর্চার টাউন সভাপতি জয় দত্তের নেতৃত্বে ইসলামপুর শহরজুড়ে কর্মীরা উত্তরকন্যা অভিযানের সমর্থনে স্লোগান দিয়ে পরিক্রমা করেন। ইসলামপুরের দলীয় কার্যালয় থেকে বাইক মিছিল মিলনপল্লী হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে কলেজ মোড়, আশ্রমপাড়া, ইস লামপুর বাজার, নিউটাউন হয়ে ইসলামপুর বাস টার্মিনাসে এসে শেষ হয়। রাজ্যে ক্ষমতাসীন তৃনমুল সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে রাজ্য বিজেপি যুব সভাপতি সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে উত্তরকন্যা অভিযানে যুব মোর্চার নেতা কর্মীদের পাশাপাশি সাধারন মানুষের সমর্থনে এদিন ইসলামপুরে বাইক মিছিল হয়।