রাজ্যব্যাপী বিজেপি কর্মীদের উপর আক্রমণ ও খুনের প্রতিবাদে চাকদহ কালি বাজারে বিজেপির অবরোধ, বিক্ষোভ

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: রাজ্যব্যাপী তৃণমূলের সন্ত্রাস অব্যাহত। একের পর এক বিজেপি কর্মীকে খুন সহ স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলার আপামর জনতা। একের পর এক বিজেপি কর্মীকে খুন করে বাংলায় জঙ্গলের রাজত্ব কায়েম করে চলেছে মা মাটি মানুষের সরকার। রাজ্যে গণতন্ত্র হত্যাকারী তৃণমূলের হার্মাদ বাহিনীর হাতে বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে দলের কর্মী সভায় যাওয়ার পথে আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষণ কৈলাস বিজয় বর্গী, বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উপর আক্রমণ করেই ক্ষান্ত থাকেনি তৃণমূলের হার্মাদরা, একাধিক গাড়ি ভাঙচুর করে বাংলার রাজধানীকে আজ কলঙ্কিত করেছে। এদিন পশ্চিমবঙ্গে গনতন্ত্রের কালো দিন। ঘটনার প্রতিবাদে নদিয়া জেলা জুড়ে বিজেপি নেতা কর্মীরা আজ সন্ধ্যায় পথে নামে। ধিক্কার মিছিল সহ পথ অবরোধ, গণ অবস্থানে সামিল হয় বিজেপির নেতা কর্মীরা।
চাকদহের কালি বাজারে কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকারের নেতৃত্বে স্থানীয় বিজেপি নেতা কর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে জনজীবন স্তব্ধ হয়ে যায়। মহাদেব বাবু বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পিপিলিকার ডানা গজে মরিবার তরে অর্থাৎ বিদায়ের আগে শেষ কামড় দিচ্ছে রাজ্যের অপশাসনকারী তৃণমূল। আর মাত্র কয়েকটি মাস, সীমাহীন অত্যাচারের নিশ্চিত অবসান ঘটতে চলেছে এ রাজ্যে।