কেন্দ্রীয় সভাপতির উপরে হামলার প্রতিবাদে বসিরহাটে বিজেপির পথ অবরোধ

পরিমলদে, বসিরহাট : রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বসিরহাটে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মীরা। বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার ওপর হামলার প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি।
বৃহস্পতিবার এ ডায়মন্ড হারবারে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার ঘটনা ঘটে তার প্রতিবাদে, এদিন সন্ধ্যায় পথে নেমে প্রতিবাদে সামিল হয় বিজেপির কর্মীরা। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় বসিরহাট চৌমাথা মোড়ে টাকি রোডের উপর। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে ঘটনার নিন্দা করে প্রতিবাদ করেন বিজেপি কর্মীরা।
বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ওপর হামলার জন্য তৃণমূলের বিরুদ্ধে অভিযোগওঠে এ দিনের কর্মসূচি থেকে।বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে স্তব্ধ হয়ে যায় বসিরহাটের টাকি রোড ও ন্যাজাট রোডের গাড়ি চলাচল। বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তার উপরে বসেহামলার ঘটনার তীব্র প্রতিবাদ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে শুরু করলেন বৈদ্য সঞ্জীব সরকার বিশ্বজিৎ দাস কৌশিক দত্ত জেলা নেতৃত্ব।