পশ্চিমবঙ্গহেডলাইন
দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে কালনায় বিজেপির পথ অবরোধ
কালনায় পথ অবরোধে জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ

নিজস্ব সংবাদদাতা, কালনা: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে কালনা বিধানসভা এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি নেতৃত্ব। এই অবরোধে উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান পূর্বের জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ, মন্ডল সভাপতি সুভাষ পাল সহ অন্যান্যরা।
এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের ঝড়নাবস্তিতে তৃণমূলের গুণ্ডাবাহিনীর দ্বারা আমাদের রাজ্য সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে কালনা বিধানসভার ২০ নং মন্ডল এলাকায় পথ অবরোধ করা হয়। এই অবরোধে সাড়া দেন এলাকার মানুষজন। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির জয়জয়কার হবে তা বুঝতে পেরে বিজেপি কর্মীদের উপর অত্যাচার দিনের পর দিন বাড়িয়ে চলেছে শাসকদলের কর্মীরা। সহ্যসীমা ছাড়িয়ে যাওয়ার কারণে তার প্রতিফলনও হয়েছে গত লোকসভা নির্বাচনের ভোটবাক্সে।’