fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

গঙ্গাবক্ষে ভার্চুয়াল জনসভার প্রচারে বিজেপি

পার্থ ধাড়া , কামারহাটি: স্থলের পাশাপাশি এবার জলেও ভার্চুয়াল জনসভা প্রচারের আয়োজন করল বঙ্গ বিজেপি  ৬ জুলাই জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল জনসভার মাধ্যমে রাজ্যবাসীকে সম্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা । এদিনের জনসভাকে বঙ্গ বিজেপি নেতৃত্ব বাংলার ঘরে ঘরে পৌঁছে দেন বিভিন্ন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে । তার মধ্যে এ এক অভিনব সংযোজন ।

গঙ্গাবক্ষেও জনসভাকে সম্প্রচারিত করে গঙ্গার পাড়ে আসা মানুষদের কাছেও তাঁদের বক্তব্যকে তুলে ধরেন । এদিন উত্তর কলকাতা শহরতলি জেলার অন্তর্গত কামারহাটি বিধানসভার আড়িয়াদহ ফেরিঘাট থেকে দক্ষিণেশ্বর ফেরিঘাট পর্যন্ত জলপথে দুটি নৌকায় এই ভার্চুয়াল জনসভার প্রচার চালানো হয় । আড়িয়াদহ ফেরিঘাটেই নৌকার মধ্যে প্রথমে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় ।

এরপর জনসভা শুরু হওয়ার কিছু আগে জনসভার আগাম সূচনা দেওয়া হয় । তারপর বেলা এগারোটায় সভা শুরু হলে তা একটি বড় স্ক্রিন ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ সম্প্রচার করা হয় গঙ্গাবক্ষে ।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির অন্যতম মুখপাত্র মণিকাঞ্চন পাল ও জেলার সহসভাপতি বিজয় মাহাতো ।অনুষ্ঠান চলাকালীন আমাদের মুখোমুখি হন মণিকাঞ্চন বাবু । ‘ প্রচারের জন্য কেনো গঙ্গাবক্ষকেই বেছে নিলেন?’ – এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে স্মরণ করেই আমাদের প্রচার চলছে । যে ব্যক্তির জন্য গঙ্গার ‘জল’ এখনও ‘পানি’ হয়ে যায়নি, যাঁর কারণে গঙ্গার পার্শ্ববর্তী মন্দিরগুলো আজও বিদ্যমান, যাঁর কারণে মা গঙ্গা আজও পূজিতা হন , যাঁর জন্য মা গঙ্গা কোনো ইসলামিক দেশে নয়, ভারতবর্ষের মতো রাষ্ট্রে প্রবাহিত হয় , ভারতমাতার সেই সুসন্তানকে মা গঙ্গার পক্ষ থেকে ভালোবাসা জানানোর জন্য আমরা গঙ্গাবক্ষকেই বেছে নিয়েছি ।’ বিজেপির এই অভিনব প্রচার দেখতে গঙ্গার পূর্ব পাড়ে অনেকমানুষও দাঁড়িয়ে যান । এরপর নৌকা দক্ষিণেশ্বর ফেরিঘাটে পৌঁছালে জনসভার বাকি অংশের সম্প্রচার সেখানেই করা হয় । এই সময় বালি ব্রিজ থেকেও বহু উৎসাহী মানুষ এই জনসভার সম্প্রচার উপভোগ করেন । জগৎ প্রকাশ নাড্ডার বক্তব্য শেষে দক্ষিণেশ্বরের জেটিতেই সকল বিজেপি কার্যকর্তারা শপথ বাক্য পাঠ করেন ।

Related Articles

Back to top button
Close