করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ দেবাশীষ সামন্তর

মিলন পণ্ডা, পূর্ব মেদিনীপুর (কাঁথি): পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা চিকিৎসক দেবাশীষ সামন্ত, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু। প্রয়াত হলেন কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ছিলেন ডা: দেবাশীষ সামন্ত। এর আগে করোনা সংক্রমিত হয়ে প্রয়াত হয়েছেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের আমৃত্যু চেয়ারম্যান তথা এগরার তৃণমূলী বিধায়ক সমরেশ দাস।
গত ২০১৯ এ কাঁথি লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছিলেন ডা: দেবাশীষ সামন্ত। ১ লক্ষ ১১ হাজার ৫৬৮টি ভোটে পরাজিত হয়েছিলেন দেবাশীষবাবু। তৃনমূল প্রার্থী শিশির অধিকারী ভোট পেয়েছিলেন ৭ লক্ষ ১১ হাজার ৮৭২টি।অপরদিকে ডা: দেবাশীষ সামন্তের প্রাপ্ত ভোট ছিল ৬ লক্ষ ২০৪টি।
আরও পড়ুন: এবার ভূমিকম্পে কাঁপল গুজরাট, সিঁদুরে মেঘ দেখছেন বিজ্ঞানীরা
বিজেপি সুত্রে জানা গেছে ডা: দেবাশীষ সামন্ত করোনা আক্রান্ত হয়েছিলেন। গত প্রায় এক মাস ধরে কলকাতার একটি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন।বুধবার সকাল ৭টা ১০ মিনিটে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি নেতৃত্বরা শোক প্রকাশ করেন।