দলীয় কর্মীর খুনের প্রতিবাদে বাঁকুড়ার ছাতনায় বিজেপির মোমবাতি মিছিল

অতনু রায়,(বাঁকুড়া): উত্তরকন্যা অভিযানে পুলিশ ও তৃণমূলের গুন্ডা বাহিনী যৌথ উদ্যোগে বিজেপি কর্মীকে খুন করেছে এরই প্রতিবাদে বাঁকুড়ার ছাতনায় বিজেপির মোমবাতি মিছিল করা হয়। মঙ্গলবার ছাতনা এক নম্বর মণ্ডলের মন্ডল সভাপতি জীবন মন্ডলের নেতৃত্বে প্রায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বারবাকরা মোড়ে মোমবাতি মিছিল করেন। বিজেপির অভিযোগ অন্যায় ভাবে যেমন বিজেপি কর্মীদের ওপর মিথ্যে কেস দেওয়া হচ্ছে ঠিক তেমনি বিজেপি কর্মীদের ওপর পুলিশি সহায়তায় বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে। এদিন ছাতনা মন্ডল সভাপতি জীবন মন্ডল বলেন বিজেপি কর্মীদের মিথ্যে ভাবে ফাঁসানো হচ্ছে, খুন করা হচ্ছে, গতকাল তাদের যুব মোর্চার এক কর্মীকে খুন করা হয়েছে. তাদের সাংসদ অর্থাৎ যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ কে পুলিশ গ্রেফতার করেছে। তারই প্রতিবাদে আজ তারা মোমবাতি মিছিলে নামে।
এদিকে বাঁকুড়া জেলা সহ-সভাপতি স্বপন মুখার্জি বলেন, ‘তৃণমূল চোখের সামনে নিজেদের এভাবে ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে মেনে নিতে পারছেন না, তাই যেকোন উপায়ে ক্ষমতা দখলের লক্ষ্যে পুলিশ দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করে চলেছে ২০২১-এ তৃণমূল সরকারের কে মানুষ যে আর গ্রহণ করবে না বুঝে গেছেন তাই মমতা ব্যানার্জি। তাই তার মাথা আর কাজ করছে না। তাই তিনি এখন ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছেন’। ওবিসি মোর্চার রাজ্য কমিটির সদস্য মিলন দত্ত, জেলা সদস্য অশোক বিদ, শ্যামসুন্দর মন্ডল, হীরালাল কিস্কু, অমিত রক্ষিত, চন্দন রক্ষিত সহ অনেকে মিছিলে যোগদান করেন।