আসাউদ্দিন ওয়েইসিকে পাল্টা আক্রমণ বিজেপির, শুয়োরের মাংসের বিরিয়ানি খাওয়ার প্রস্তাব

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার আসাউদ্দিন ওয়েইসিকে শুয়োরের মাংসের বিরিয়ানি খাওয়ানোর প্রস্তাব দিলেন বিজেপি বিধায়ক রাজা সিং। আর কয়েকদিন পরেই হায়দরাবাদে পুরসভার নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনী প্রচারে AIMIM এর প্রধান আসাউদ্দিন ওয়েইসি জনসাধারণের কাছে গিয়ে বিতর্কিত কথাবার্তা বলছেন বলে অভিযোগ উঠছে। এরইমধ্যে বিজেপি বিধায়ক রাজা সিং আসাউদ্দিন ওয়েইসিকে শুয়োরের মাংসের বিরিয়ানি খাওয়ানোর প্রস্তাব দিলেন।
উল্লেখ্য, এরআগে নির্বাচনী প্রচারে গিয়ে আসাউদ্দিন ওয়েইসি বলেন যে, বিজেপির নেতাদের আলহামদুলিল্লাহ হোটেলে গিয়ে বিরিয়ানি খাওয়া উচিৎ। আর ওই হোটেলে গরুর মাংসের বিরিয়ানি পাওয়া যায়। সেইকারণে আসাউদ্দিন ওয়েইসি বিজেপি নেতাদের ওই হোটেলে গিয়ে বিরিয়ানি খাওয়ার কথা বলেন।
#GHMCElections – BJP Goshamahal MLA @TigerRajaSingh launches a scathing attack against Hyderabad MP @asadowaisi for his Biryani comments. Listen in. pic.twitter.com/32BU7C8oLu
— NewsMeter (@NewsMeter_In) November 24, 2020
আরও পড়ুন- এবার বিমানবন্দরের নামের সঙ্গেও জুড়লেন ‘শ্রীরাম’, বড় সিদ্ধান্ত যোগী আদিত্যনাথের
এর পাল্টা বিজেপির বিধায়ক রাজা সিং আসাউদ্দিন ওয়েইসিকে শুয়োরের মাংসের বিরিয়ানি খাওয়ার প্রস্তাব দেন। একটি ভিডিওতে রাজা সিং বলেছেন যে, ‘AIMIM এর সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি বিজেপির নেতাদের বিরিয়ানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন, ওয়েইসি যেই হোটেলে বিরিয়ানি খেতে বলেছেন, সেখানে গরুর মাংসের বিরিয়ানি বিক্রি হয়। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক রাজা সিং বলেন যে, বাল্মীকি সমাজের ভাই-বন্ধু আছে, তাঁরাও হোটেল চালায় আর খুব সুন্দর বিরিয়ানি বানায়। একবার ওদের বিরিয়ানি খেয়ে দেখো, ওরাও অনেক টেস্টি বিরিয়ানি বানায়।” উল্লেখ্য, হায়দরাবাদের বাল্মীকি সমাজের বিরিয়ানির দোকানে শুয়োরের মাংসের বিরিয়ানি পাওয়া যায়।