আরামবাগ মহকুমা শাসকের দপ্তর ঘেরাও বিজেপির

গোপাল রায়, আরামবাগ: বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও এই কর্মসূচি নিয়ে আরামবাগ মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি করল বিজেপির পক্ষ থেকে। এদিন আরামবাগ গৌরহাটি মোর থেকে মিছিল করে আরামবাগ মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব। এদিন বহু বিজেপি কর্মী ও সমর্থক হাজির ছিলেন। উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া হুগলি কো কনভেনার, আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ, রাজ্য কমিটির সদস্য অসিত কুন্ডু, বিজেপি নেতা বিশ্বনাথ কারক,যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ এছাড়াও আরও অনেকে। এদিন মহকুমা শাসকের অফিস ছিল নিরাপত্তায় আঁটোসাঁটো। নজরদারি করতে প্রশাসনের তরফ থেকে ওড়ানো হয় ড্রোন ক্যামেরা।
পাশাপাশি আরামবাগ বিজেপির সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, “আজ সারা রাজ্যের ৮১ টি মহকুমাশাসকের অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।এমনকি তিনি বলেন পঞ্চায়েত বা পুরসভার পক্ষে যে দুর্নীতি তার ব্যাবস্থা নিতে এক মাসের মধ্যে ।পাশাপাশি সাধারণ মানুষ বা বিরোধী দলের কেউ অভিযোগ নিয়ে গেলে থানায় তার কোন রিসিভ কপি দেওয়া হয় না ।তবে বিমান ঘোষের সমস্ত অভিযোগ শুনে সমস্যা সমাধানের কথা জানালেন বললেন বিজেপি নেতা বিমান ঘোষ।