পশ্চিমবঙ্গহেডলাইন
অসহায় মানুষকে ত্রাণ দিল বিজেপি
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : বিজেপি-র এনএফআইটিউ-র পক্ষ থেকে বুধবার এনজেপি-র রাম নগর কলনিতে প্রায় ৫০০ লোককে রেশন দেওয়া হয়।
এদিন বিকালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি-র শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি প্রবীন আগরওয়ালা, সাদারণ সম্পাদক রাজু সাহা প্রমুখ। প্রবীনবাবু বলেন, ‘লক ডাউনে বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। কেননা রাজ্য সরকার ঠিকমতো রেশন দিচ্ছে না। গরীব মানুষের জন্য কেন্দ্র সরকারের বরাদ্দ করা রেশন তৃণমূল লুট করছে। তাই আমরা এবার ব্যক্তিগত উদ্যোগে গরীব মানুষকে খাদ্যর সামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছি।’