আরামবাগে নরেন্দ্র মোদির জন্ম সপ্তাহ উপলক্ষ্যে ১০০০ লাড্ডু ও পায়েস বিতরণ বিজেপির

গোপাল রায়, আরামবাগ: প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির জন্ম সেবা সপ্তাহ উপলক্ষ্যে আরামবাগ জুড়ে জন্মদিন পালিত হল। এই জন্মদিন উপলক্ষ্যে বিজেপির পক্ষ থেকে জন্মদিন পালন করা হল। বৃহস্পতিবার বিজেপি আরামবাগ দৌলতপুর পার্টি অফিসে নরেন্দ্র মোদির ছবিতে পুষ্প দিয়ে তাকে সম্মান জানান বহু বিজেপি নেতাও কর্মীরা।
এদিন বিজেপির পক্ষ থেকে প্রায় এক হাজার পথচারীদের মধ্যে পায়েস বিতরণ করা হয়। এদিন হাজির ছিলেন, বিজেপির নেতা মধুসূদন বাগ, বিজেপি নেতা অরবিন্দ সামাজি, তুষার কর্মকার, অতনু চ্যাটার্জী সহ আরও অনেকে।পাশাপাশি এদিন বিজেপির পক্ষ থেকে দক্ষিণ রসুলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মধ্যে মোট ৫০০ জনকে ফল বিতরণ করা হয়। এমনকী আরামবাগ গৌরহাটি মোড়ে আরামবাগ জেলা সাংগঠনিক কার্যালয়ের থেকে মোট ১ হাজার লাড্ডু মোদিজীর জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষদেরমধ্যে বিতরণ করা হয়। এই লাড্ডু বিতরণে হাজির ছিলেন আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ, যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ আরও অনেকে।