পশ্চিমবঙ্গহেডলাইন
বিজেপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিলি
নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের মধ্য মন্ডল বিজেপির সরযু বালা ১৬/১২৯ নং বুথের উদ্যোগে খাদ্য সামগ্রী বিলি করা হল মঙ্গলবার। ওই বুথের অসহায় মানুষদের এদিন ৫কেজি চাল, সয়াবিন, ডাল, সাবান সহ বেশ কিছু প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিলি করেন তারা। মঙ্গলবার তারা বুথের প্রায় ৫০ টি পরিবারের হাতে এই সামগ্রী তুলে দেন। এদিন খাদ্য সামগ্রী বিলি করার সময় উপিস্থিত ছিলেন সরযু বালা বুথের বুথ সভাপতি সত্যেন রায়, ময়নাগুড়ি মধ্য মন্ডল ওবিসি মোর্চার সভাপতি পরিতোষ শর্মা, মধ্য মন্ডল সম্পাদক উজ্জ্বল রায় সহ প্রমুখরা।