fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

বিজেপি ত্রাণের চাল চুরি করে না, দলীয় তহবিল খরচ করে গরীবদের ত্রাণের ব্যবস্থা করে: রন্তিদেব সেনগুপ্ত

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: বিজেপি ত্রাণের চাল চুরি করে না।নিজেদের দলীয় তহবিল খরচ করে গরীবদের ত্রাণের ব্যবস্থা করে। আর যারা সরকারের ত্রাণের চাল চুরি করে পুলিশের উচিত তাদের জেলে পোরা। রবিবার ভারতীয় জনতা যুব মোর্চা হাওড়া গ্রামীন জেলার উদ্যোগে উলুবেড়িয়া ১ নং মন্ডলের ব্যবস্থাপনায় পাঁচলা রঘুদেবপুর বিজেপি কার্যালয়ে এক রক্তদান শিবিরে এসে এই কথা বলেন বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত।

এদিন তিনি বলেন, মানবসেবা রাজনীতির একটা ধাপ। আর বিজেপি রাজনীতির আগে এই মানবসেবাকে গুরুত্ব দেয়। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবার উর্দ্ধে মানবসেবাকে স্থান দিয়েছেন। তিনি ১৩০কোটি ভারতবাসীকে নিয়ে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে চান। এদিন রন্তিদেব সেনগুপ্ত বলেন, কৃষকদের অধিকারের জন্য কৃষি বিল আনা হয়েছে অথচ বিরোধী রাজনৈতিক দলগুলি এটাকে নিয়ে রাজনীতি করছে। তাঁর অভিযোগ বর্তমানে যেসব রাজনৈতিক দল রাজনীতি করছে তাদের কোনও সেবার মনোভাব নেই। কিন্ত বিজেপি রাজনীতির আগে মানবসেবাকে প্রাধান্য দেয় আর সেই কারণে বর্তমান পরিস্থিতিতে প্রতি সপ্তাহে রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করছি। এদিনের এই অনুষ্ঠানে ৬০ জন রক্তদান করনে। অনুষ্ঠানে উলুবেড়িয়া পূর্ব বিধানসভার রঘুদেবপুর অঞ্চলের ২৭ নং বুথের ৪২টি সংখ্যালঘু পরিবার ও উলুবেড়িয়া উত্তর বিধানসভার ১৫৩ নং বুথের ২৩টি সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগ দেয়।

আরও পড়ুন:হাইকোর্টে শূন্যপদে নিয়োগে ট্রান্সজেন্ডারদের আবেদনের সুযোগ দেওয়া নিয়ে মামলা হাইকোর্টে

এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শিবশঙ্কর বেজ, সাধারণ সম্পাদক প্রত্যূষ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button
Close