fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সেবা সপ্তাহ উপলক্ষে দিনহাটায় চারাগাছ ও মাস্ক বিতরণ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: সেবা সপ্তাহ উপলক্ষে পথচারীদের হাতে চারাগাছ এবং করোনা ভাইরাস মোকাবিলায় মাস্কহীনদের হাতে মাস্ক তুলে দিলেন বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন উপলক্ষে বিজেপির দিনহাটা শহর মন্ডলের পক্ষ থেকে দিনহাটা শহরে শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হল। এদিন দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে পথচারীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের শহর মন্ডল সভাপতি অমিত সরকার, হিমাংশু দাস, উত্তম সরকার, পিন্টু মোদক, মিলন মোদক থেকে শুরু করে অনেকেই।

বিজেপির দিনহাটা শহর মন্ডলের নেতা উত্তম সরকার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশব্যাপী সেবা সপ্তাহ শুরু হয়েছে। এই উপলক্ষে সমাজ সেবামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া  সেবা সপ্তাহ উপলক্ষে এই কর্মসূচি চলবে আগামী বুধবার পর্যন্ত। তারই অঙ্গ হিসাবে এদিন দিনহাটা শহরে কয়েকশো পথচারীর হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। এছাড়াও করোনা ভাইরাসের থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং এই রোগ মোকাবিলায় মাস্কহীনদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। বিজেপির শহর মন্ডলের উদ্যোগে এদিনের এই কর্মসূচিতে কর্মী-সমর্থকদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ করা যায়।

Related Articles

Back to top button
Close