fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে তমলুকে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল বিজেপির

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: বিধানসভা নির্বাচনের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নানা রণকৌশল নিয়ে নির্বাচনের জন্য কর্মসূচীও গ্রহণ করছে। ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে সদ্য বঙ্গ সফরে আসা অমিত শাহের জোন বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক তমলুক জেলা সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল তমলুকে।

 

সারাদিনের এই বৈঠকে প্রথম পর্যায়ে পদাধিকারী ও কনভেনারদের নিয়ে বৈঠক, দ্বিতীয় পর্যায়ে মন্ডল অবজারভার  নিয়ে বৈঠক, তৃতীয় পর্যায়ে সমস্ত পদাধিকারীদের নিয়ে বৈঠকে মূলত এখন থেকেই কাজে গতি আনার জন্য নির্দেশ দেওয়া হল। নির্দেশাবলীর মধ্যে বুথে বুথে দেওয়াল লিখন, কেন্দ্রীয় প্রকল্পে সুবিধাভোগীদের সঙ্গে দৃঢ়ভাবে সংযোগ স্থাপন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে সম্পর্ক দৃঢ়ভাবে তৈরি করা, সেই সঙ্গে পদাধিকারী নেতৃত্বদের ও এখন থেকেই গণসংযোগের উপর গুরুত্ব দেওয়ার জন্য বৈঠকে আলোচনা হয়।

 

এই সাংগঠনিক এলাকার মধ্যে কোলাঘাট, তমলুক, ময়না, নন্দকুমার, চন্ডীপুর, নন্দীগ্রাম, মহিষাদল, হলদিয়া, পাঁশকুড়া বিধানসভা এলাকায় কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই সাংগঠনিক এলাকায় ৪১টি মন্ডল কমিটি ও ৪৮৬টি শক্তি প্রমুখ রয়েছে। প্রত্যেকটি প্রমুখ এলাকায় এই সিদ্ধান্ত আসার পর কর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Related Articles

Back to top button
Close