
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আগে সরকার পড়ে যাওয়ার আশা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়! একুশে সাধারণ মানুষের ভোটে জিতে বাংলায় ফের তৃণমূলই সরকার গড়বে। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে এই দাবি করলেন ফিরহাদ হাকিম। এদিনই একযোগে বাংলার শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও অর্জুন সিং।
তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অরবিন্দ মেনন, দেবশ্রী চৌধুরীরাও। একুশের আগেই তৃণমূল সরকার ভেঙে যাবে, এমনকি দলটাই উঠে যাবে বলে হুঙ্কার দিয়েছেন তাঁরা। তারই পাল্টা ফিরহাদের কটাক্ষ, ‘দিবাস্বপ্ন দেখছে বিজেপি। ওদের এই স্বপ্ন কোনওভাবেই পূরণ হবে না। তৃণমূলকে কোনওভাবেই নির্মূল করতে পারবে না বিজেপি।’ দলবদল ইস্যুতে তিনি বিজেপিকে ‘পাইকারি দল’ বলে পাল্টা কটাক্ষ করেন।
এদিন তৃণমূলের ‘ চলুন মাষ্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি’ কর্মসূচির সূচনা করেন ফিরহাদ। সেখান থেকেই বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, ‘তৃণমূল সাধারণ মানুষের দল। মানুষের আন্দোলনের ফলে তৈরি হওয়া দল তৃণমূল। এই দলকে ভেঙে ফেলা যায় না।’
তাঁর হুঁশিয়ারি ‘ঝালমুড়ির মতো তৃণমূল থেকে লোক নিয়ে বিজেপি বাংলায় কিছু করতে পারবে না। বিজেপির কোন নীতি আদর্শ নেই। এমনকি বিজেপিকে সাধারণ মানুষ ভরসা পর্যন্ত করে না। বাংলার মানুষ দাঙ্গার রাজনীতিতে বিশ্বাস করে না। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তাদের ভরসা রয়েছে। তাই তৃণমূল বাংলায় ছিল আছে থাকবে।’