fbpx
পশ্চিমবঙ্গ

রামচন্দ্রকে নিয়ে বিজেপি ব্যবসা করছে: স্বপন দেবনাথ

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: সাধারন মানুষ রামচন্দ্রকে পুজো করলেও বিজেপি রামচন্দ্রের নাম নিয়ে রাজনীতি করা ছাড়াও ব্যবসা করছে। রবিবার বর্ধমানের বিজয়রামে অনুষ্ঠিত দলীয় সভা থেকে এই ভাষাতেই বিজেপির রামচন্দ্র প্রীতিকে কটাক্ষ করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পাল্টা কটাক্ষ করে বিজেপি নেতৃত্ব স্বপন দেবনাথের রাম ভক্তিকে স্বাগত জানিয়েছেন।

মন্ত্রী স্বপন দেবনাথ এদিন বলেন, “রামচন্দ্র কারুর একার হতে পারে না। রামচন্দ্রকে চোখে দেখেন নি ঠিকই, তবে তিনি অবতার। তিনি আমাদের আরাধ্য দেবতা। কিন্তু বিজেপি রামচন্দ্রকে রাস্তায় নামিয়ে দিয়েছে। ওরা চায়ের দোকানে খৈনি ডলতে ডলতে বলছে জয়শ্রী রাম, মদ খেতে খেতে বলছে জয়শ্রী রাম। এমনকি পিচ রাস্তার উপরে জয়শ্রী রাম লেখা হচ্ছে। সেই লেখায় পা পড়ছে,গাড়ির চাকা চলে যাচ্ছে। এইসব করে কি ওরা রামচন্দ্রের প্রতি খুব সম্মান দাখাচ্ছে ! যে রামচন্দ্র আমদের সবার মনের মনিকোঠায় আছেন, তাকে আসলে ওরা অশ্রদ্ধা করছে। স্বপনবাবু দাবি করেন, রামচন্দ্রের নামে বিজেপি নাটক করছে, ব্যবসা করছে আর রাজনীতি করছে।

স্বপন দেবনাথের এই মন্তব্যকে কটাক্ষ করে বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দি বলেন, তৃণমূলের নেতাদেরও এখন রামচন্দ্রের প্রতি ভক্তি বেড়েছে জেনে খুব ভাল লাগছে। বিলম্বে হলেও বিজেপি ওদের মধ্যে রামভক্তি জাগ্রত করতে পেরেছে এটাই বড় কথা।”

Related Articles

Back to top button
Close