fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে কোমর বেঁধে নামছে বিজেপি

পাপ্পা গুহ, উলুবেড়িয়াঃ বিধানসভা নির্বাচনে হাওড়া গ্রামীণ জেলার ২১০৯টি বুথেই দলীয় কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে এবার বিশেষ বুথ অভিযান করার সিদ্ধান্ত নিল বিজেপির হাওড়া গ্রামীন জেলা। দলীয় সূত্রে খবর, আগামী ৬ ডিসেম্বর এই বিশেষ বুথ অভিযান কর্মসূচীতে দলের প্রতিটি স্তরের কার্যকর্তারা সারাদিন বুথে উপস্থিত থেকে ভোটর লিস্টে নাম সংযোজন, সংশোধন ও
বিয়োজন কাজ খতিয়ে দেখবেন এবং সাধারন মানুষকে সাহায্য করবেন।

আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ২০০টি আসন জেতার লক্ষ্যমাত্রা রেখেছে বিজেপি। আর দলের এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলাতেও কোমর বেঁধে নেমেছে জেলা নেতৃত্ব। ইতিমধ্যে কেন্দ্রের বিশেষ পর্যবেক্ষক সুনীল দেওধর জেলার সভাপতি, ৩ জন সাধারন সম্পাদক, জেলার পর্যবেক্ষক ও জেলার প্রাক্তন সভাপতিকে নিয়ে বৈঠক করেছেন। সবথেকে উল্লেখযোগ্য এই বৈঠকে সুনীল দেওধর প্রত্যোকের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে নির্বাচনে জেতার রনকৌশল নিয়ে আলোচনা করেছে। সূত্রের খবর এই বৈঠকে দলের নেতাদের একাধিক কর্মসূচী দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম প্রতিটি বুথে কর্মীদের উপস্থিতি থাকাটা সুনিশ্চিত করা এবং প্রতিটি বুথে দলের ভীত মজবুত করা।

বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সূত্রে খবর শুধু বৈঠকের নির্দেশ নয় এর আগে থেকেই জেলার পক্ষ থেকে এই কাজটা শুরু করে দেওয়া হয়েছিল যার ফলে বর্তমানে প্রায় ৮৫ শতাংশ বুথে এই কাজ সম্পন্ন হয়েছে। বাকি ১৫ শতাংশ কাজটাও খুব শীঘ্র সম্পন্ন করা হবে। বিজেপির দলীয় সূত্রে খবর গত বিধানসভা নির্বাচনের থেকে এখন হাওড়া গ্রামীণ জেলার ৮টি আসনে বিজেপি অনেকটা ভালো জায়গায় আছে। বিশেষ করে উলুবেড়িয়া পূর্ব, উত্তর ও দক্ষিন এবং শ্যামপুরে অপেক্ষাকৃত ভালো জায়গায় আছে বিজেপি।

এই প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারন সম্পাদক প্রত্যূষ মন্ডল জানান এবারের বিধানসভা নির্বাচন অন্যবারের তুলনায় অনেকটাই আলাদা। এবারে জেলার ৮টি বিধানসভা কেন্দ্রেই জয়ের ব্যাপারে দলের সর্বস্তরের নেতা কর্মী আশাবাদী। তার অন্যতম কারণ দলের টিম ওয়ার্ক। প্রত্যুষ মন্ডলের দাবি বিজেপি হাওড়া গ্রামীণ জেলার বুথ কমিটি, শক্তিকেন্দ্র, মন্ডল কমিটি ও
জেলা কমিটির পাশাপাশি দলের সভাপতি, সম্পাদক থেকে সর্বস্তরের কর্মীদের প্রয়াস এবারে বিধানসভা নির্বাচনে সাফল্য আনবে।

Related Articles

Back to top button
Close